স্টাফ রিপোর্টার ॥ করোনায় আক্রান্ত আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসানের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। তার অবস্থার উন্নতি হওয়ায় গতকাল মঙ্গলবার রাত ৭টার দিকে তাঁকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন থেকে ভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়। তার সুস্থতা কামনায় আজমিরীগঞ্জ উপজেলাবাসীসহ জেলাবাসীর কাছে পরিবারের সদস্যরা দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসানের ভাতিজা পলাশ হাসান জানান, করোনার শুরু থেকে তিনি ঘরে বসে না থেকে এলাকার জনগণের পাশে দাঁড়িয়েছেন। জনগণকে সহযোগিতা করেছেন। তিনি তার চাচার সুস্থতার জন্য আজমিরীগঞ্জ উপজেলাবাসীসহ জেলাবাসীর দোয়া কামনা করেন। সম্প্রতি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসানের করোনা উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা দেন। নমুনা পরীক্ষায় তার কোভিট-১৯ পজেটিভ আসে। এরপর তিনি প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। পরবর্তীতে সেখান থেকে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com