স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে গাড়ি থেকে লাফ দিয়ে লিটন মিয়া (২৩) নামে এক যুবক মারা গেছে। মঙ্গলবার ভোর রাতে এ ঘটনাটি ঘটে। নিহত লিটন মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনীপাড়া গ্রামের মৃত রমিজ আলীর ছেলে।
সূত্র জানায়, সোমবার রাতে লিটন শায়েস্তাগঞ্জ বাগুনীপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে লাফ দিয়ে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই শিপন মিয়া জানান, ৮/১০ দিন ধরে লিটন মিয়া নিখোঁজ ছিল। তিনি মানসিক রোগে ভূগছিলেন। সকালে তারা লিটনের মৃত্যু সংবাদ পান।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লিটনের লাশের সুরহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com