কাজী মাহমুদুল হক সুজন ॥ প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে হবিগঞ্জের চুনারুঘাট নয়ানী গ্রামে মকসুদ আলী অটোরাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল চুনারুঘাটের বিভিন্ন অটোরাইস মিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাটের খাদ্য কর্মকর্তা আবুল হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল বলেন, ধান, চাল প্যাকেট করতে পাটের বস্তা বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু মিল মালিকরা আইন অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে আইন অমান্য করছে।
তিনি জানান, চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় উপজেলার আমতলি বাজার ও নয়ানী গ্রামের অটোরাইস মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মকসুদ আলী অটোরাইস মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com