স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলা বাজার থেকে গাঁজা বোঝাই পিকআপ ভ্যানসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার বিকেলে ডিবির এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- উপজেলার মানিকভান্ডার গ্রামের হিরা মিয়ার পুত্র জুয়েল মিয়া (২৮) ও শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া গ্রামের আবু মিয়ার পুত্র ফজল আলী (৩৫)। অভিযানকালে পিকআপ ভ্যান থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার এবং (ঢাকা মেট্রো গ ২১-০৪৪৪) গাড়িটি জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com