স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরের সন্তোষপুর এলাকা থেকে ১০৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী জানান- সন্ধ্যায় ধর্মঘর বিওপির নায়েক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে হাবিলদার মোঃ মহসিন বিজিবির টহল দল নিয়ে ধর্মঘর ইউনিয়নের সন্তোষপুর এলাকায় অভিযান চালান। অভিযানে ১০৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com