স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের পাহাড়পুরে আগুনে পুড়ে যাওয়া ৩৯টি ব্যবসা প্রতিষ্ঠান মালিকের অধকাংশই এলাকার কৃষক। অনেকেরই সর্বস্ব ছিল দোকানগুলোতে। স্ত্রী-সন্তান নিয়ে তারা আজ পথে বসার উপক্রম। তাই মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্তদেরকে সহজ শর্তে সরকারি ঋণের ব্যবস্থা করে দেয়া উচিত। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্মরণাপন্ন হতে স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে হবিগঞ্জ জেলা কৃষক লীগ। গতকাল বুধবার আগুনে ক্ষতিগ্রস্ত পাহাড়পুর বাজার পরিদর্শনের সময় ব্যবসায়ীদের শান্তনা দিতে গিয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় এ অনুরোধ জানান জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবীর রেজা। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের নেত্রী। তাঁর কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তথ্য পৌঁছাতে পারলে অবশ্যই সহায়তা আসবে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক শেখ মহিবুল হাসান তালুকদার কাউছার, সহ প্রচার সম্পাদক মোঃ হারুন মিয়া, দৌলতপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, বদলপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নিরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক শ্রীবাশ তালুকদার, রঞ্জিত দাস, ব্যবসায়ী নেতা পরাণ তালুকদার, কবিন্দ্র চৌধুরী, পলাশ তালুকদার, হরি দাস, বিশ্ব দাস, গোপাল দাস, জ্যোতিন্দ্র বৈষ্ণব, রাতুল তালুকদার, দুলাল দাশসহ ব্যবসায়ী ও স্থানীয় কৃষক লীগের শতাধিক নেতাকর্মী।