স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করেছে হবিগঞ্জ জেলা পরিষদ। বুধবার দুপুরে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন। জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে জেলার বিভিন্ন উপজেলায় নলকূপ স্থাপন ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন বরাদ্দের চেক বিতরণ করেন। এর মধ্যে প্রথম কিস্তিতে প্রতিটি প্রকল্পের অর্ধেক টাকা প্রকল্প সভাপতিদের হাতে তুলে দেয়া হলো। এ টাকার কাজ শেষে অবশিষ্ট টাকা পাবেন প্রকল্প সভাপতিবৃন্দ। তাদের হাতে চেক তুলে দেয়ার সময় বরাদ্দের অর্থের শতভাগ কাজ করার জন্য নির্দেশনা দেন জেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলীসহ জেলা পরিষদের সকল কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com