সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাইয়ে মাদক সংগ্রহে রাখায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড ও অধিক মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ ও লাখাই থানার পুলিশের সহযোগিতায় বামৈ বাজার এলাকায় গতকাল সোমবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং।
সূত্র জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য সংরক্ষণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী রংলালকে (৫৫) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একশত টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া বামৈ বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অধিক মূল্যে পেঁয়াজ বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ব্যবসায়ী সোহেল মিয়াকে (২৩) ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং জানান, বাজারে যাতে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং পেঁয়াজের অধিক মূল্য গ্রাহকদের কাছ থেকে নিতে না পারে সেজন্য এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।