স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ
মাধবপুর প্রতিনিধি ॥ বাদীপক্ষের নারাজীর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে একটি হত্যা মামলার পুনঃ ময়না তদন্ত করতে ৩ মাস পর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পথিক মন্ডলের উপস্থিতিতে হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াপাড়া কবরস্থান থেকে ভিকটিম সাইফুর রহমান মুর্শেদের মরদেহ কবর থেকে উত্তোলন করে। মৃত মাধবপুর মুর্শেদ উপজেলার নোয়াপাড়া ইটাখোলা গ্রামের মৃত হেফজু রহমানের ছেলে। মামলার বাদী শফিকুর রহমান শামীম জানান, গত ৮ জুন রাতে তার ভাই সাইফুর রহমান মুর্শেদকে পরিকল্পিতভাবে খুন করে আবদ্ধ ঘরে আটকে রেখে তালাবদ্ধ করে রাখে আসামী। এ ঘটনায় সাইফুর রহমান মুর্শেদের স্ত্রী হাসি বেগমকে আসামী করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তিনি। ওই মামলায় হাসি বেগমকে ঘটনার দিন দুপুরে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। হাসি বেগম এখনো ওই মামলায় কারাগারে রয়েছেন। বাদীর অভিযোগ মাধবপুর থানার এসআই ওয়াহিদ গাজী সুরতহাল প্রতিবেদনে ভিকটিমের গলায়, হাতে, পায়ে, অন্ডকোষে, পায়ুপথ সহ ৭/৮টি জখমের চিহ্ন উল্লেখ করেন। কিন্তু হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত প্রতিবেদনে ডাক্তাররা উল্লেখ করেন সাইফুর রহমান মুর্শেদ গলায় ফাঁস দিয়ে মারা গেছে। এ ময়নাতদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারাজীর আবেদন দাখিল করেন। আদালত বাদীর নারাজীর আবেদন মঞ্জুর করে পুনরায় ভিকটিমের মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনঃময়না তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পথিক মন্ডলের উপস্থিতিতে পুলিশ লাশ কবর থেকে উত্তোলন করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পুনঃময়না তদন্তের জন্য প্রেরণ করেছে।