এসএম সুরুজ আলী ॥ মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবুল হোসেন খান। সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করে দলটি। সভা শেষে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এছাড়াও দেশের তিন জেলা পরিষদ, ৯ উপজেলা পরিষদ ও আরো ৬০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর মধ্যে সিলেট বিভাগের একটি জেলা পরিষদ, একটি উপজেলা পরিষদ এবং ৫টি ইউনিয়ন পরিষদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সিলেট বিভাগে মৌলভীবাজার জেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে মিছবাহুর রহমানকে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. ইকবাল আল আজাদ। হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন বাবুল হোসেন খান, সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে মাহমুদ আহমদ, ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নে মোহাম্মদ কবির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের মো. আব্দুর রশীদ ও মির্জাপুর ইউনিয়নে মনোনয়ন পেলেন অপূর্ব চন্দ্র দেব। নিজের মনোনয়ন পাওয়ার বিষয়টি গতকাল রাত সাড়ে ৮টার দিকে দৈনিক হবিগঞ্জের মুখের এ প্রতিনিধির কাছে নিশ্চিত করেন শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবুল হোসেন খান।
উল্লেখ্য, গত ২৯ জুলাই ওই ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশন ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে। শূন্য পদে আগামী ২৩ অক্টোবর নির্বাচনের ভোট গ্রহন করা হবে। আগামীকাল ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও ৪ অক্টোবর প্রতীক বরাদ্দ দেয়া হবে।