উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত ও জনগণের যানজট নিরসনের স্বার্থে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে ২৭ আগস্ট সকালে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রাস্তার দুই ধারে অবৈধ দোকান, স্থাপনা উচ্ছেদ করা হয়। রাস্তায় ইট বালু, কাঠ ইত্যাদি রাখার অপরাধে ১৫টি মামলায় ৪০ হাজার ৮শ’ টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মূল্য তালিকা না থাকা, ভারী ওজনের প্যাকেট দিয়ে মিষ্টি বিক্রয় ইত্যাদি অপরাধেও জরিমানা ভ্রাম্যমান আদালত।
উচ্ছেদ ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা করে নবীগঞ্জ থানা পুলিশ।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন বলেন, উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে এবং নিয়মিত এটি অব্যাহত থাকবে। তাই সকল অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। যানজটমুক্ত এবং জনগণের ভোগান্তিহীন চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com