স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ীদের ছত্রছায়ায় থাকা কিশোর মাদক বিক্রেতাদের গ্যাং লিডার বাঁধন আহমেদকে (১৯) আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর থানার এসআই সাইদুর রহমান ও আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশ গোসাইপুর এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে তার গডফাদার ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মোটর সাইকেল চোরের হোতা পালিয়ে যায়। এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com