সৈয়দ আব্দুল মান্নান, বাহুবল থেকে ॥ হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসন পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি কারেন্ট জাল, অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যাবহৃত ২টি ড্রেজার মেশিন ও পাইপ জব্দ এবং স্বাস্থ্য বিধি না মানায় যানবাহন, ব্যবসা প্রতিষ্ঠানে ১৪ জনকে জরিমানা করা হয়েছে। ২৭ আগস্ট দুপুরে গুঙ্গিয়াজুরি হাওরে পোনামাছ অবমুক্ত করে ফেরার পথে স্নানঘাট এলাকা থেকে ৬ কেজি কারেন্ট জাল ও পাইপসহ ২ টি ড্রেজার মেশিন জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিগ্ধা তালুকদার। জব্দকৃত কারেন্ট জাল প্রকাশ্যে উপজেলা পরিষদের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাক্স না থাকায় ৮ ব্যক্তিকে জরিমানা এবং লাইসেন্সবিহীন পশুখাদ্য বিক্রির দায়ে ১ ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার। একই সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করে গণপরিবহনে চলাচলের দায়ে ৫ জনকে ২ হাজার ২শ টাকা জরিমানা করা হয়। তাদের জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com