স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের প্রভাবশালী দুই পক্ষের মধ্যে চলমান দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম-সেবা। সভায় উপস্থিত লোকজনদেরকে “কারো কান কথা শুনে মান করে” দাঙ্গা হাঙ্গামায় জড়ানোসহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হওয়ার জন্য আহবান জানান তিনি। তিনি বলেন- অপরাধ সংঘটনে উস্কানি না দিয়ে প্রতিরোধ করতে হবে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সামান্য কোন ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামায় জড়ানো যাবে না। নিজেদের গ্রামকে দাঙ্গাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত না করে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে হবে। দাঙ্গা হাঙ্গামা করে এলাকায় আধিপত্য বিস্তার করার জন্য সন্তানদের হাতে ফিকল, টেটা তুলে না দিয়ে সন্তানদের হাতে খাতা কলম দিয়ে স্কুল/কলেজে পাঠাতে হবে। ভবিষ্যতে যেন তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার হয়ে মা বাবাসহ গ্রামের মানুষের মুখ উজ্জ্বল করতে পারে। তাই আসুন আমরা পেশী শক্তি বা দাঙ্গা হাঙ্গামাকে বয়কট করি। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তাদের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলতে সহায়তা করি।