স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঐতিহাসিক ৭ই জুন ৬ দফা দিবস উপলক্ষে দেশব্যাপী আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬-দফা’ বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় সারাদেশে লক্ষাধিক প্রতিযোগীর মধ্যে ৪৬তম স্থান অধিকার করেছে হবিগঞ্জের একমাত্র বিজয়ী মোঃ আমিন-অর-রশিদ সৈকত। এ উপলক্ষে তার নিকট প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ ও ১০ হাজার টাকা মূল্যমানের চেক তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পুরো অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। পুরস্কার বিজয়ী আমিন-অর-রশিদ সৈকত হবিগঞ্জের বাহুবলের কৃতি সন্তান, মৌলভীবাজার জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ সাগরের ভাই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com