স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের পূর্ব বাগনীপাড়া গ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবলীগ নেতাসহ ৩ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়েছে।
আহতের পারিবারিক সূত্র জানায়, বাগনীপাড়া গ্রামের এক ব্যক্তি বাড়ির পাশে পৌরসভার রাস্তা দখল করে গাইড ওয়াল নির্মাণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে চলাচলে পার্শ্ববর্তী বাড়ির হান্নান মিয়া গংদের সমস্যা সৃষ্টি হয়। তারা গাইড ওয়াল নির্মাণে বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মাঝে বিরোধ সৃষ্ট হয়। এক পর্যায়ে ওই বিরোধ নিষ্পত্তি করার জন্য ইতিপূর্বে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু শালিসেও বিরোধ নিষ্পত্তি হয়নি। এ ব্যাপারে হান্নান মিয়া গং শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র বরাবর লিখিত অভিযোগ করেন। এ প্রেক্ষিতে গতকাল বুধবার দুপুরে পৌরসভার মেয়র ছালেক মিয়া ঘটনাস্থল পরিদর্শনে যান। এ নিয়ে উভয়পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হান্নান মিয়া গংদের উপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচানোর জন্য শায়েস্তাগঞ্জ পৌর যুবলীগের সহ-সভাপতি হেলাল আহমেদ এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। হেলালকে রক্ষা করার জন্য হান্নান মিয়া এগিয়ে গেলে তিনিও ছুরিকাঘাতের শিকার হন। এতে হান্নান মিয়া, হেলাল আহমেদ ও আব্দুল হাই আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com