স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ড নাতিরপুরে পূর্ব বিরোধের জের ধরে স্বামী-স্ত্রী ও পুত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, ওই এলাকার ছাহেব আলীর সাথে একই এলাকার কুরবান আলীর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত মঙ্গলবার রাতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কুরবান আলীর বাড়িতে হামলা, ভাংচুর চালায়। এ সময় প্রতিবাদ করলে প্রতিপক্ষের হামলায় কুরবান আলী (৫০), তার স্ত্রী জাহানারা (৪৫) ও পুত্র রনি (১৮) আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com