ফয়সল মাহমুদ ॥ চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের অন্তর্গত আমুরোড খাদ্য গুদামের সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ১৪ বছর ধরে জটিলতা চলে আসছে। তিনটি পরিবার দীর্ঘদিন ধরে খাদ্য গুদামের পশ্চিম দিকের আনুমানিক ২৫ শতাংশ জমি অবৈধভাবে ভোগদখল করে আসছে। সীমানা নির্ধারণের জন্য গুদাম কর্তৃপক্ষ বেশ কয়েকবার দখলদারদের সাথে আলোচনায় বসলেও বিষয়টির সুনির্দিষ্ট সমাধান হয়নি। তাই সিলেটের বিভাগীয় কমিশনারের নির্দেশনায় চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল সরেজমিনে গিয়ে খাদ্য গুদাম কর্তৃপক্ষ এবং দখলদারদের নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দখলদারদের পুনর্বাসনের আশ্বাস দিলে দখলদাররা মেনে নিয়ে জায়গার দখল ছেড়ে দেয়। ফলে খাদ্য গুদামের সীমানা চিহ্নিত করা সম্ভব হয়। সাথে সাথে দীর্ঘ ১৪ বছরের অমিমাংসিত সীমানা নির্ধারণ করে খাদ্য গুদাম কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।