স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের পশ্চিম জয়পুর এলাকা থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০ কেজি গাঁজা’সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪। আটককৃতরা হলো- পশ্চিম জয়পুরের মৃত আজগর আলীর ছেলে মানিক মিয়া (৩৫) ও আজগর আলীর ছেলে আব্দুল আহাদ (৪২), চুনারুঘাট বড় আব্দা গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে জামাল মিয়া (৩০), হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের কেলু মিয়ার ছেলে রিপন মিয়া (২৪) ও বড় ওয়াবদার গাজী মিয়ার ছেলে আক্তার মিয়া (২৩)।
র্যাব জানায়, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে হবিগঞ্জ জেলার বাহুবল’সহ আশেপাশের থানা এলাকায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল ২০ আগস্ট বাহুবল থানাধীন পশ্চিম জয়পুর পীর বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের ২০ কেজি গাঁজাসহ আটক করে। র্যাব জানায়, জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com