হবিগঞ্জ পৌরসভার টমটম বন্ধ না করে, সুশৃঙ্খলভাবে চলাচলের নিয়ম করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত জেলা প্রশাসন হবিগঞ্জ, সম্মানিত মেয়র মিজানুর রহমান মিজান ও পুলিশ সুপারের প্রতি।
কিছু প্রস্তাব ঃ ১. অবৈধ টমটম বন্ধ করতে হবে। ২. লাইসেন্সকৃত ১২০০ টমটমকে দুই শিফটে চালু করা যেতে পারে, যেমন দৈনিক ৮ ঘন্টা লাল কালারের টমটম, বাকি ৮ ঘন্টা সবুজ কালারের টমটম। ৩. বিদ্যুত সাশ্রয়ের জন্য সিএনজি সিস্টেম করতে হবে টমটমকে। ৪. যেখানে – সেখানে টমটম দাঁড়াতে পারবে না, স্টপিজ নির্ধারণ করে দেওয়া যেতে পারে। ৫. ভিতরের সীটে দুজন দুজন করে চারজন বসার সিষ্টেম করা এবং তারা যেন যাত্রীদের সাথে ভাল ব্যবহার করে তার উপর ট্রেনিং এর ব্যবস্থা করা। ৬. এসব কাজ তদারকি করার জন্য টমটম মালিক-শ্রমিকের পক্ষ থেকে এবং পৌর কর্তৃপক্ষের অধিনে কিছু লোক নিয়োগ করা যেতে পারে।
আশা করি জনগণ এবং টমটম মালিক-শ্রমিক সবাই উপকৃত হবে এবং কিছুটা হলে শহরে যানজট নিরসন এবং বিশৃঙ্খলা কমবে।
শাহ জালাল উদ্দিন জুয়েল
নির্বাহী সম্পাদক
দৈনিক প্রভাকর