স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বহুল আলোচিত দুলা মিয়া হত্যা মামলায় গ্রেফতার হওয়া র্যাব সদস্য ছাদেক আলীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক তৌহিদুল ইসলাম এ রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
পুলিশ জানায়, দুলা মিয়া হত্যাকান্ডের প্রধান পরিকল্পনাকারী র্যাব সদস্য ছাদেক আলীকে ঢাকা থেকে আটক করে আদালতে প্রেরণ করে চুনারুঘাট থানা পুলিশ। ঘটনার রহস্য উদঘাটন করতে মামলার তদন্তের স্বার্থে আদালতে ১০ দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। আসামীপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক ছাদেক আলীর জামিন না-মঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, পুলিশ ইতোমধ্যে ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ছাদেককে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে মামলার রহস্য উদঘাটন হবে। রহস্য উদঘাটন হলে দ্রুত প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে।
আদালত সূত্র জানায়, মামলায় অভিযুক্ত যে ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ৪ জন ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। তারা ছাদেকের নাম উল্লেখ করেছে। এছাড়াও মোবাইল ফোন রেকর্ড থেকে পাওয়া গেছে এ চার আসামীর সাথে ছাদেক আলী ৩২ বার কথা বলেছেন।
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর, র্যাব সদস্য ছাদেক আলী ভাড়াটে খুনিদের দিয়ে গত ১৭ জুন চুনারুঘাটের পাট্টাশরীফ গ্রাম থেকে তার চাচা দুলা মিয়াকে মাইক্রোবাসে করে অপহরণ করে ঢাকায় নিয়ে যান। ওইদিন রাতেই তাঁকে ঢাকায় হত্যার পর বুড়িগঙ্গা নদীতে লাশ ফেলে দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com