স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের প্লাস্টার ধসে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় ৮৩ নম্বর টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত পঞ্চম শ্রেণির ছাত্রী জামি আক্তার ও লাবিবা আক্তারসহ অন্যদেরকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
জামি আক্তার জানায়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের ছাদের একাংশ ধ্বসে পড়ে।
প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম জানান, ২০১৮ সালের মার্চ মাসে স্কুলের সংস্কার কাজ করা হয়। কিন্তু ঠিকাদার নিম্নমানের কাজ করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে আহত চার শিক্ষার্থীর শারীরিক অবস্থা গুরুতর নয়।
ঘটনার খবর পেয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com