স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্টপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জলা জাতীয় পার্টি উদ্যোগে এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিকের সার্বিক সহযোগিতায় খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উমেদনগর টাইটেল মাদ্রাসায় খতমে কোরআন তালাওয়াত করেন মাদ্রাসার ছাত্ররা। বিকেলে শহরের দক্ষিণ শ্যামলীস্থ কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, হবিগঞ্জ জেলা জাপার সাবেক যুগ্ম আহ্বায়ক মীর জিয়াউল হক জিয়া, জেলা যুবসংহতির সাবেক সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গাজী মিজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, জেলা জাপা নেতা সেলিম আহমেদ, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, আব্দুল হান্নান, আরব আলী, জুয়েল মিয়া, মোহিত মিয়া, আউয়াল মিয়া, সালমান মিয়া, শামছু মিয়া প্রমূখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু হুরাইরা মাসুম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com