নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জের পল্লীতে মামলা পাল্টা মামলা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পূর্ব বিরোধের জের ও মাছ ধরা নিয়ে দুপক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এ প্রেক্ষিতে উপজেলার দীঘলবাক ইউনিয়নের রঘু দাউদপুর গ্রামের তৈয়ব আলীর বাড়িতে গত ১৪ জুন বিকাল ৫টায় একই গ্রামের আব্দুল জলিলের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে তৈয়ব আলীর বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করে। এসময় ঘরে প্রবেশ করে হামলাকারীরা নারীদের শ্লীলতাহানি ঘটায়। এঘটনায় তৈয়ব আলীসহ ১০সহ জন আহত হয়। পরবর্তীতে ঐঘটনায় গত ২৯ জুন তৈয়ব আলী বাদী হয়ে নবীগঞ্জ থানায় ১৯জনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি। পরবর্তীতে গত ৫ জুলাই মামলার প্রধান আসামী আব্দুল জলিলের স্ত্রী আফিয়া বেগম বাদী হয়ে তৈয়ব আলী সহ ৯ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা করেন। উক্ত মামলাটি থানায় রেকর্ড করা হয়। পাল্টা মামলাটি এলাকায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে। এনিয়ে দু পক্ষের মধ্যে চরম উত্তেজনা করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com