নিতেশ দেব, লাখাই প্রতিনিধিঃ- হবিগঞ্জের লাখাই উপজেলায় করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গত শুক্রবার উপজেলার বুল্লা বাজারে বিকাল ৪ টায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং। এ সময় স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলায় সরকারকে সহযোতিার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com