স্টাফ রিপোর্টার ॥ আজ শুক্রবার রাতে সেনাবাহিনীর সাবেক কর্ণেল মোতাহার হোসেন খানের কফিন আমেরিকার নিউইয়র্ক থেকে ঢাকায় পৌঁছবে ও রাতেই মরহুমের লাশ হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার রোডস্থ ‘তুপচি মঞ্জিল’ এর বাসায় নিয়ে আসা হবে। মরহুমের জানাজা সকাল ১০টায় স্টাফ কোয়ার্টার মাঠে ও বাদ জোহর বানিয়াচং এড়ালিয়া মাঠে অনুষ্ঠিত হবে। পরে সামরিক মর্যাদায় দাফন করা হবে।
সূত্র জানায়, স্টাফ কোয়ার্টার রোডস্থ ‘তুপচি মঞ্জিল’ এর সাবেক এমএলএ মরহুম খান সাহেব নুরুল হোসেন খান এর কনিষ্ঠ পুত্র সেনাবাহিনীর সাবেক কর্ণেল মোতাহার হোসেন খান (৮৩) গত সোমবার নিউইয়র্কের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃতদেহ জন্মস্থান বানিয়াচং সাগরদীঘির পশ্চিমপাড়স্থ ‘খান বাড়ি’ সংলগ্ন পারিবারিক গোরস্তানে মরহুম পিতা এম.এল.এ খান সাহেব নূরুল হোসেন খান অ্যাডভোকেট ও বড়ভাই পিপি অ্যাডভোকেট আহমদ হোসেন খানের কবরের পাশে দাফন করা হবে। দাফনকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com