স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার ঘাটিয়াস্থ মল্লিক ভবনের বিপিন বিহারী দাস এম.এল.এ (আসাম) ও বিলাস মনি দাসের ৫ম ছেলে অ্যাডভোকেট মনোরঞ্জন দাস (৮৯) গতকাল শুক্রবার বেলা ১১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ওইদিন বিকেলে স্থানীয় পৌর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। তিনি ১৯৬৪-৬৯ সনে মিউনিসিপ্যালিটি সদস্য, ১৯৭১ইং সনে সূর্য্যমনি নগর শরণার্থী শিবির (আগরতলা) স্বেচ্ছাসেবক, ১৯৭২ সনে রিলিফ কমিটির আহবায়ক, ১৯৮০ সনে সেক্রেটারী অব ইউনাইটেড এসোসিয়েশন এর বার সেক্রেটারী, ১৯৯০ সনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ২০১০ সনে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও সহ-সভাপতি অ্যাডভোকেট মনোরঞ্জন দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমপি আবু জাহিরেরর শোক
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com