স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ রোড এলাকা থেকে ফিল্মী স্টাইলে ছিনতাই করতে গিয়ে দুই যুবক ধরাশায়ী হয়েছে। পরে উত্তম-মধ্যম দিয়ে তাদেরকে পুলিশে দেয়া হয়। এ ঘটনা নিয়ে শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হলো শহরের শায়েস্তানগর এলাকার আবুল খয়েরের পুত্র সাজন মিয়া (২০) ও তেঘরিয়া এলাকার বাসিন্দা দুলাল মিয়া (২২)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করে নেওয়া টাকাসহ মানিব্যাগ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে ওই এলাকায় ৩ ছিনতাইকারী মোটর সাইকেলযোগে এসে এক যুবকের কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তখন ওই যুবক তাদের মোটর সাইকেলের পেছনে দৌঁড়াতে থাকে এবং চিৎকার করতে থাকে। মোটর সাইকেলটি শহরের কালীবাড়ি রোড এলাকায় পৌঁছলে স্থানীয় লোকজন মোটর সাইকেল আরোহী ২ ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের সহযোগী শহরের শায়েস্তানগর এলাকার হাবিবুর রহমান শাওন (১৮) পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানার এসআই সাইদুর রহমান ঘটনাস্থল থেকে ওই দুই ছিনতাইকারীকে থানায় নিয়ে যান।
সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com