স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা’র ব্যক্তিগত উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে তিনি শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অর্ধশতাধিক নারী পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অপরদিকে, একই সময় শহরের রাজনগর এলাকায় আরো শতাধিক নারী পুরুষের মধ্যে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, উত্তরণ সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, আহসানুল হক সুজা, সাংবাদিক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাংবাদিক প্রদীপ দাশ সাগর, রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা আক্তার, পুলিশ পরিদর্শক দৌস মোহাম্মদ। শীতবস্ত্র বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, মানুষ মানুষের জন্য। তীব্র এই শীতে শীতার্ত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। সমাজের বিত্তবান মানুষদেরকে এই শীতে সামান্য কিছু দিয়ে হলেও দরিদ্রদের পাশে দাঁড়াতে হবে। একই সাথে গড়তে হবে ভ্রাতৃত্বের বন্ধন। এছাড়াও সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।