স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব আয়োজিত সেরা প্রতিবেদক ২০১৯-এ সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ শহর থেকে প্রকাশিত দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার লাখাই প্রতিনিধি নিতেশ দেব। তিনি স্থানীয় দৈনিক পত্রিকা ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় আলোচনা শেষে প্রতিবেদকের হাতে পুরস্কারের অর্থ ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট মোঃ আবু জাহির। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সেরা প্রতিবেদক বাছাই কমিটির আহ্বায়ক রুহুল হাসান শরীফ, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোহাম্মদ শাবান মিয়া, মোহাম্মদ নাহিজ, শোয়েব চৌধুরী, রাসেল চৌধুরী প্রমুখ।
২৭ জুলাই প্রকাশিত ‘অনিয়ন্ত্রিত মাছ আহরণ ও শিল্প কারখানায় বর্জ্যের কারণে লাখাইয়ে হাওর এবং বিল থেকে দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে’ প্রতিবেদনের জন্য নিতেশ দেবকে দ্বিতীয় সেরা প্রতিবেদক নির্বাচিত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com