স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে অভিনন্দন জানিয়ে হবিগঞ্জ শহরে আন্দন মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে আনন্দ মিছিল শহরের জেলা পরিষদ মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পথসভার মাধ্যমে শেষ হয়। পরে নেতাকর্মী ও জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পিপি আবুল হাসেম মোল্লা মাসুম, সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা শাহ্ ইউসুফ আলী, যুবলীগ নেতা বেলাল আহমেদ, ছাত্রলীগ নেতা জিবলু আহমেদ রবিন, পাভেল আহমেদ, মকসুদ মিয়া, জনি, তানিম, সোহাগ প্রমূখ।
উল্লেখ্য, ডাঃ মুশফিক হুসেন চৌধুরী সফলতার সাথে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বর্তমানে হবিগঞ্জ জেলা বিএমএ ও স্বাচিপের সভাপতির দায়িত্ব পালন করছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com