চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বিজ্ঞান শিক্ষার অগ্রগতি ও মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ব্যবহারিক শিক্ষার গুরুত্ব, সুযোগ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এনজিও সেবা কর্তৃক আয়োজিত চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, প্রেসক্লাব সভাপতি কামরুল ইসলাম। অনুষ্ঠানে চুনারুঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞানে অগ্রগতির জন্য সকলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, সেবা গত ১ বছরে ৩০টি মাধ্যমিক প্রতিষ্ঠানে ৬০টি বিজ্ঞান মেলাসহ বিভিন্ন কর্যক্রম পরিচালনা করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com