মাধবপুর প্রতিনিধি ॥ ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের ভক্ত ও মুরিদানদের উদ্যেগে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হবিবপুর এলাকায় সাইয়্যিদিয়া মুজিবিয়া এজাহারিয়া খানকা শরীফে সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে খান্দুরা দরবার শরীফের পীর সৈয়দ মুজিবুর রহমান খরছু মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুফতি মওলানা হাসানুর রহমান হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মওলানা সোহারাব হোসেন জালালী, মিজানুর রহমান আজিজি আল ক্বাদরী। এছাড়াও বহরা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক পাঠান, পীর সৈয়দ শরীফুর রহমান, পীর সৈয়দ জুবায়ের কামাল, সৈয়দ ওমর ফারুক, সৈয়দ জিয়াউল কামাল জাকারিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com