স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মহিউদ্দিন আহম্মদ সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাব্বির হাসান আকাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মোঃ আবুল খায়ের সিনিয়র সহ-সভাপতি, হিরেশ ভট্টাচার্য্য সহ-সভাপতি ও আলমগীর কবির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৭ জন ভোটারের মধ্যে ৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, কাউসার আহম্মেদ ও নাহিদুল ইসলাম। ফলাফল ঘোষণার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, ওসি তদন্ত গোলাম দস্তগীর আহম্মদ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com