হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর এলাকা থেকে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দুপুরে কমান্ডার সুবেদার আবু বক্করের নেতৃত্বে একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ মদ উদ্ধার করে। বিজিবি ধর্মঘর কোম্পানী কমান্ডার সুবেদার আবু বক্কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯ বোতর ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। বিজিবি’র অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com