মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ফিশারীতে বিষ প্রয়োগ করে প্রায় ১১ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ফলে সর্বশান্ত হয়ে ওই কৃষকের মাথায় হাত উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বাউশা ইউনিয়নের সুজাপুর গ্রামের কৃষক সজলু মিয়ার চাষ করা মাছের ফিশারীতে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে একদল দুর্বৃত্ত বিষ ঢেলে দেয়। এতে ওই ফিশারীর সকল মাছ মরে পানিতে ভাসতে থাকে। শুক্রবার সকালে গ্রামের লোকজন ফিশারীতে ভাসমান মরা মাছ দেখতে পান। ফিশারীতে বিষ ফেলে মাছ নিধনের ঘটনায় এলাকায় নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে ফিশারীর মালিক সজলু মিয়া বলেন, আমি নিঃস্ব হয়ে গেলাম। মানুষের কাছ থেকে ধার ও পরিশ্রমের টাকায় অনেক কষ্ট করে ১১ লাখ টাকা খরচ করে দু’জন শরিক হয়ে ফিশারী ব্যবসা শুরু করেছিলাম। জানতাম না শুরুতেই জীবনের এত বড় ধাক্কা খাব। আমার সব শেষ হয়ে গেছে। তিনি ধারণা করছেন, তার শরিকের সাথে পূর্ব বিরোধের জের ধরে কেউ এ কাজটি করেছে। এ ঘটনায় তিনি নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি এ ঘটনার সুষ্টু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com