স্টাফ রিপোর্টার ॥ তরুণ প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস নেই। ফলে তারা শিল্প সাহিত্যের যথাযথ জ্ঞান আহরণ থেকে বঞ্চিত হচ্ছে। এই উপলদ্ধি থেকে হবিগঞ্জের শিক্ষার্থীদের জন্য বই পড়ার অভ্যাস সৃষ্টির উদ্যোগ নিয়েছেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তার উদ্যোগে সাড়া দিয়ে জাগ্রত তরুণ সংঘ আয়োজন করেছে নিয়মিত পাঠচক্র। শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় উদ্বোধন করা হয় এই পাঠচক্র অনুষ্ঠানের।
জেলা প্রশাসকের এই উদ্যোগকে সফল করতে এগিয়ে আসে তরুণ সংঘ এবং সরকারি গণগ্রন্থাগার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী সেখানে বসে গোল হয়ে। প্রত্যেকের হাতে তুলে দেয়া হয় একটি করে বই। দেশের প্রখ্যাত কবি সাহিত্যিকদের বইয়ের পাশাপাশি মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর উপর বইও ছিল সেখানে। সকলইে মনোযোগ দিয়ে বই পড়েন। সপ্তাহের প্রতি শুক্রবার বিকেল ৩টায় একই স্থানে নিয়মিত পাঠচক্র অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক তার বক্তৃতায় বলেন, তরুণদেরকে বই পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে। এ জন্য সবাইকে কাজ করতে হবে। এ সময় সবাইকে তিনি সরকারি গণগ্রন্থাগারের সদস্য করে নেন। জাগ্রত তরুণ সংঘের সহ-সভাপতি তানভীর সিদ্দিকী তোয়াহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছান্টু শুক্ল্যবৈদ্য সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল্লা, বিশিষ্ট সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল প্রমূখ।
হবিগঞ্জে জাগ্রত তরুণ সংঘের নিয়মিত পাঠচক্র উদ্বোধন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com