স্টাফ রিপোর্টার ॥ সচেতনতাই পারে একটি জীবনকে ফুলের মত প্রফুষ্টিত করতে, তথা একটি সমাজ ও দেশকে সুন্দর করতে। আর এ লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ ডায়াবেটিস, স্তন ক্যান্সার ও নারী নির্যাতন বিষয়ে এক সচেতনতামূলক সভার আয়োজন করে। হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সৌজন্যে কমিউনিটি রিসোর্স সেন্টার, শ্মশান ঘাট হবিগঞ্জে এ সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট কুমকুম চৌধুরী। আলোচনায় অংশ নেন পি.পি অ্যাডভোকেট তাহমিনা খান, ভাইস প্রেসিডেন্ট (১) রায়হানা বেগম, সদস্য রওশন আরা লুনা ও অ্যাডভেঅকেট শায়লা খান। স্বাস্থ্য বিষয়ক আলোচনা করেন প্র্রশিক্ষণপ্রাপ্ত প্যারামেডিকস রোকেয়া আক্তার। বিভিন্ন এলাকা থেকে আগত তৃণমূল পর্যায়ের প্রায় ৩০ জন মহিলা ও যুবতি এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্লাবের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com