স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগ থেকে রোগীদের প্রেসক্রিপশন দেয়ার সাথে সাথে ওৎ পেতে থাকা দালালরা প্রেসক্রিপশন নিয়ে টানাটানি শুরু করে দেয়। দালালরা যেসব ফার্মেসীর মাধ্যমে হাসপাতালে নিয়োজিত রয়েছে সেসব ফার্মেসী থেকে ঔষধ ক্রয় করার জন্য রোগীর স্বজনদের উৎসাহিত করে। এ সময় রোগীর স্বজনরা একটু আমতা আমতা করলেই অন্য দালালরা এগিয়ে এসে তাদের ফার্মেসীতে নেয়ার চেষ্টা করে। এ নিয়ে প্রায়ই দালালদের মধ্যে কথা কাটাকাটি, তর্কাতর্কি ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়ে থাকে। এমন তথ্য জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কয়েকজন। এমনই একটি ঘটনা ঘটেছে গতকাল বুধবার দুপুরে। ওই সময় হাসপাতালের জরুরি বিভাগের সামনে রোগীর প্রেসক্রিপশন টানাটানি নিয়ে পুরান ও নতুন দালালদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৫ দালাল আহত হয়। এ ঘটনায় আহত খালেক মিয়া ও সালামকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি নিয়ে দালালদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।