স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে একদিনে আট পুলিশ কর্মকর্তাকে বদলী করা করা হয়েছে। গতকাল বুধবার সিলেট রেঞ্জের ডিআইজি ও হবিগঞ্জের পুলিশ সুপার পৃথক দুই আদেশে তাদের বদলি করেন। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট রেঞ্জের ডিআইজি’র আদেশে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমানকে সুনামগঞ্জ সদর থানায় বদলি করা হয়েছে। অপর এক আদেশে চুনারুঘাট থানার ওসি আজমিরুজ্জামানকে মাধবপুর থানায়, মাধবপুর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামানকে ওসি হিসেবে বাহুবল থানায়, বাহুবল থানার ওসি মাসুক আলীকে হবিগঞ্জ সদর মডেল থানায়, আজমিরীগঞ্জ থানার ওসি নাজমুল হককে চুনারুঘাট থানায়, মাধবপুর সার্কেলের ইন্সপেক্টর মোশাররফ হোসেন তরফদারকে আজমিরীগঞ্জ থানায়, হবিগঞ্জ পুলিশ অফিসের ইন্সপেক্টর (ক্রাইম) মোজাম্মেল হককে বানিয়াচং থানায় ও বানিয়াচং সার্কেলের ইন্সপেক্টর জিএম হামিদুল হককে হবিগঞ্জ পুলিশ অফিসে বদলি করেন এসপি মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম। এর আগে সম্প্রতি মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তীকে অন্যত্র বদলি করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা জানান, হঠাৎ দু’টি থানার ওসির বদলি হয়ে যাওয়ায় সমন্বয় করতে গিয়ে বাকিদের বদলি করা হয়েছে।
এছাড়া এক থানায় নির্দিষ্ট সময় শেষ হয়ে যাওয়ার কারণেও কয়েকজনকে বদলি করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com