স্টাফ রিপোর্টার ॥ শ্রীশ্রী নরসিংহ জিউ মন্দির হবিগঞ্জর আয়োজনে আজ বৃহস্পতিবার হতে ৯ দিন ব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হবে। রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) আজ বৃহস্পতিবার ধর্মীয় আলোচনা সভা শেষে বিকেল ৪ টায় শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণীসহ বগলা বাজার ইস্কন মন্দির হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম পিপিএম-সেবাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দেশী বিদেশী সন্যাসীবৃন্দ। অনুষ্ঠানমালায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রতিদিন গীতা-ভাগবতপাঠ, জগন্নাথ লীলামৃত আলোচনা, ভজন সংগীত, বৈদিক নৃত্য, বৈদিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠানসহ মহাপ্রসাদ পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। হবিগঞ্জ ইস্কন মন্দির আয়োজিত ৯দিন ব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসের প্রতিটি পর্বে সকলের উপস্থিতি কামনা করেছেন ইস্কন অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারী।
এদিকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে বাহুবলের পশ্চিম রূপশংকর শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম জয়পুর হইতে আমোদিনী ভিলা (স্বর্গীয় নিলকান্ত সাহার বাড়ী) এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। প্রধান অতিথি হিসেবে রথযাত্রা মহোৎসব উদ্বোধন করবেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি গাজী শাহ নেওয়াজ মিলাদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক, সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দজী মহারাজ, চট্টগ্রামের সিতাকুন্ড সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী উমেশানন্দজী মহারাজ, শ্রীশ্রী শচীঅঙ্গন ধাম জয়পুরের সভাপতি প্রফেসর নিখিল রঞ্জন ভট্টাচার্য্য, বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী, জেলা পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জের সভাপতি অ্যাডভোকেট নলীনি কান্ত রায় নীরু। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রথযাত্রা উদযাপন কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করা হয়েছে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হাতি দিয়ে রথ টানা হবে।