চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর এ অভিযানের উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা কৃষি হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত ফাতিমার সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা জালাল সরকারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। এতে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন ও লুৎফুর রহমান। বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, তাজুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। এতে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। আগামী ৯ নভেম্বর পর্যন্ত ইঁদুর নিধন অভিযান চলবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com