স্টাফ রিপোর্টার ॥ ‘আসুন সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি’ স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে ইঁদুর নিধন অভিযান ২০১৯ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তমিজ উদ্দিন খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ-সংরক্ষণ) মোস্তফা ইকবাল আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আতিকুল হক, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. জালাল উদ্দিন সরকার, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি আলমগীর খান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রূপক কুমার দাস, পুরস্কারপ্রাপ্ত কৃষক জহুর আলী, মোরশেদ মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন, ইঁদুর জাতীয় শত্রু। ইঁদুর কৃষকদের যেমন ফসলের বিরাট একটি অংশ বিনষ্ট করে, তেমনি সরকারের অনেক সম্পত্তিরও ক্ষতি সাধন করছে। তাই আমাদের সম্মিলতভাবে ঈঁদুর নিধন করতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com