প্রত্যেক শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি আদর্শ মানুষ হতে হবে ॥ জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম ল্যাবরেটরি স্কুলে জিডিটাল শ্রেণীকক্ষ ও আইসিটি জোন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ শামছুজ্জামান, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি আদর্শ মানুষ হতে হবে। আর উচ্চ শিক্ষা লাভ করতে হলে নিয়মিত স্কুলে আসতে হবে। মা-বাবার কথা শুনতে হবে।