স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের দ্বিগাম্বর ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে করে এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাশাপাশি রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থার অবনতি ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানিয়েছেন ভূক্তভোগীরা। এ বিষয়ে গত ৯ অক্টোবর বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের আহসানুল করিম ফারুক ৫ জনের বিরুদ্ধে সিলেট পরিবেশ অধিদপ্তর বরাবরে একট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি বলেন, বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের খন্দকার মনজুর আলী, একই গ্রামের খন্দকার সোহেল মিয়া, রুছমত আলী, সাইফুল ইসলাম কামাল ও আহাদ মিয়া গত ৬/৭ মাস যাবত স্থানীয় দ্বিগাম্বর ছড়া ইজারার নামে আমার মৌরসী স্বত্বসহ ভবানীপুর, রাজসুরত, হাজীমাদাম, আব্দানারায়ন, বৃন্দাবন টিজি মৌজাসহ বিভিন্ন স্থান থেকে ৩৫/৩৬টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ফসলি জমিসহ পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে কমপক্ষে ২০ কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছে। এতে করে এলাকার রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট ভেঙ্গে যাচ্ছে। পাশাপাশি এলাকার পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অভিযোগের অনুলিপি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com