উভয় ভ্যানচালকসহ দশ জন আহত ॥ তিনটি গাড়িই দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার নাঈমা ফিলিং স্টেশনের সামনে দু’টি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। আহতদের ৫ জনের বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট, ৩ জনের বাড়ি ওসমানিনগর থানার হাজীপুর গ্রামে ও ২ জনের বাড়ি ঢাকা বলে জানা গেছে। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর ১টার দিকে।
প্রত্যক্ষদর্শিরা জানান, একটি পিকআপ ভ্যানে করে (ঢাকা মেট্রো-ন ১৮-৭১৫৫) ওসমানীনগর থানার হাজীপুর গ্রাম থেকে গরু নিয়ে নবীগঞ্জ উপজেলার জনতার বাজার যাওয়ার সময় মহসড়কের নাঈমা ফিলিং স্টেশনের সামনে আসলে বাহুবল উপজেলার স্নানঘাট গ্রাম থেকে শেরপুরগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ২০-১৭৫৩) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান দু’টি দুমড়ে-মুচড়ে যায়। এসময় তাদের পিছনে থাকা চট্টগ্রামগামী একটি হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্র্রো-চ ৫৩-৯১৩৫) এর উপর একটি পিকআপ ভ্যান গিয়ে আঘাত করলে গাড়ীটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় উভয় ভ্যান চালকসহ দশ জন আহত হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ সময় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিবেশ শান্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।