স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ফকিরাবাদ থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল জলিলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত আরজু মিয়ার পুত্র। শনিবার ভোররাতে সদর থানার এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে একটি মামলায় ২ বছরের সশ্রম সাজা প্রদান করা হয়। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। গতকাল ওই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com