নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিজনারপাড় নামকস্থানে একটি গাড়ির চাপায় খেলাফতি বিবি নামে এক মহিলা নিহত হয়েছে। নিহত খেলাফতি বিবি ওই ইউনিয়নের বাঁশডর গ্রামের মৃত শহীদ উল্লাহর মেয়ে।
সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার থেকে মহাসড়ক হয়ে পায়ে হেঁটে বাঁশডর গ্রামে যাচ্ছিলেন খেলাফতি বিবি (৬০)। এ সময় বিজনার পাড় নামকস্থানে পৌঁছামাত্রই ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই খেলাফতি বিবি মারা যান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com