হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ হবিগঞ্জ শহরের রাজনগর আবাসিক এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী আব্দুল হান্নানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার শহরের শিরিষতলায় মরহুমের জানাজার নামাজ শেষে রাজনগর কবরস্থানে তাঁর পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক এমপি অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাবেক পৌর মেয়র আলহাজ¦ জি কে গউছ, ক্বারী নাজমূল হুসেন, মরহুমের বড় ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান। জানাজার নামাজে ইমামতি করেন রাজনগর জামে মসজিদের খতিব হাফেজ মামুনুর রশিদ।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত ১টা ১২ মিনিটে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ অ্যাডভোকেট আব্দুল হান্নান ঢাকায় বাংলাদেশ ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি ৫ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। তার বড় ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ছোট ছেলে ইঞ্জিনিয়ার। আর ৫ মেয়ে সকলেই বিবাহিত। মরহুম আব্দুল হান্নান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগব্যাধিতে ভোগছিলেন। সম্প্রতি তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হন। তাকে হংকং, থাইল্যান্ড ও ভারতে চিকিৎসা করানো হয়। গত ১০/১২ দিন ধরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য প্রথমে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতাল ও পরে বাংলাদেশ ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com