স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ধুলিয়া গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে হাদিস মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মুখে রক্তচোষা জোঁক প্রবেশ করেছে। মৃত্যু আতঙ্কে দিগি¦দিক ছোটাছুটির পর অবশেষে তাকে ভর্তি করা হয়েছে হবিগঞ্জ সদর হাসপাতালে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জোঁক আক্রান্ত হাদিস মিয়ার স্ত্রী জোনাকী বেগম জানান, ওই সময়ে হাদিস মিয়া পুকুরে গোসল করতে পানিতে ডুব দিলে তার মুখের ভেতর দিয়ে একটি জোঁক প্রবেশ করে। বেশ কিছুক্ষণ পর জোঁকটি তার গালের পাশে আটকে থাকার পর টানা-হেচড়ার এক পর্যায়ে জোঁকটি ভেতরে চলে যায়। এ সময় তাকে লবণ ও চুন মিশ্রিত পানি পান করালেও কোন প্রতিকার না পেয়ে অবশেষে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মিঠুন রায় জানান, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপাতত চিকিৎসা দেয়া হয়েছে। বড় ধরনের সমস্যা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হতে পারে।
এ প্রতিনিধি জোঁক আক্রান্ত হাদিস মিয়ার ছবি তুলতে গেলে তিনি বলেন, আমার শত্রু পক্ষের কেউ আমার পুকুরে জোঁক ছেড়েছে আমাকে মারার জন্য। আমি মনে হয় বাঁচব না।
আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ হাসপাতালে ভর্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com